Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Labrador

Tiger cubs : মা ছেড়ে চলে গিয়েছে, কুকুর মায়ের কোলে নিশ্চিন্ত আশ্রয় তিন বাঘ শাবকের

আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালবাসা থেকে বঞ্চিত হয়নি তারা।

ছবি সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২৩:২৬
Share: Save:

জন্মের পর মা তাদের ছেড়ে চলে গিয়েছে। আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। তিন বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি স্ত্রী ল্যাব্রাডর।

আপাতত তারই কোলেপিঠে মানুষ হচ্ছে তিন বাঘ শাবক। মা ল্যাব্রাডরকে ঘিরে বাঘ শাবকদের খেলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে তা ভাইরাল। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনজন বাঘ শাবক মাকে ঘিরে খেলে চলেছে, আর কুকুর মা ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে। আবার কখনও কখনও সতর্ক দৃষ্টিতে দেখে নিচ্ছে চারাপাশ, ঠিক যেমনটা নিজের সন্তানের ক্ষেত্রে কোনও কুকুর করে থাকে।
চিনে একটি পশু আবাসের এই ভিডিয়োটি ইতিমধ্যে সাত লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন।

পশু বিজ্ঞানীদের মতে সন্তান দুর্বল বা রোগগ্রস্ত হলে মা বাঘ তাকে ফেলে চলে যায়। আবার মা যদি সন্তানের জন্ম দেওয়ার পর আঘাতপ্রাপ্ত হয় তবে সে দুধ পান করানো থেকে বিরত থাকে। এ ক্ষেত্রে ঠিক কোনটি হয়েছিল তা জানা যায়নি। তবে নেট ব্যবহারকারীরা কুকুর মাকে ঘিরে খেলায় মত্ত বাঘ শাবকদের ভিডিয়ো দেখতে মশগুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Labrador Tiger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE