কেন্দ্রীয় ভাবে রাজ্য জয়েন্টের ফলাফলের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। এর পরেও ফাঁকা থেকে গিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের আসন। এ বার সেই শূন্য আসনেই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়গুলি। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফেও শুরু হয়েছে সেই প্রক্রিয়া। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য বিটেক কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মাইনস অ্যান্ড মেটালার্জি রয়েছে এই প্রক্রিয়া আয়োজনের দায়িত্বে। পড়ুয়াদের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রয়েছে। সমস্ত বিভাগ মিলিয়ে রয়েছে ৫৮টি আসন।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট বিভাগগুলিতে আবেদনকারীদের চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এ যথাযথ র্যাঙ্ক থাকতে হবে। হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা। সম্পূর্ণ মেধার ভিত্তিতে সব বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৬ অক্টোবর আবেদনের শেষ দিন। মেধাতালিকা প্রকাশিত হবে ৮ অক্টোবর। এর পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে ১০ অক্টোবর সকাল থেকে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।