জলপাইগুড়ির অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগে কর্মখালি। ওই বিভাগের অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিযুক্তদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩৭,৬০০ টাকা বেতন বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের ইন্টারভিউ ৩০ অক্টোবর জলপাইগুড়ির অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগের দফতরে হতে চলেছে।
উল্লিখিত পদে রাজ্য সরকারের অধীনে ইনস্পেক্টর, এক্সটেনশন ইনস্পেক্টর, হেড ক্লার্ক পদে যাঁরা কাজ করেছেন এবং বর্তমানে অবসর নিয়েছেন, এমন ব্যক্তিরা ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন।