কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ সংস্থা ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ- বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থায় নিয়োগ হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসার পদে। শূন্যপদ রয়েছে ৯টি। নিযুক্তদের সংস্থার ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজ এবং প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে সর্বাধিক চার বছর পর্যন্ত করা হতে পারে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৩৩ এবং ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
আরও পড়ুন:
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষে পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৪৫,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৫৫,০০০ টাকা। অন্য দিকে, টেকনিক্যাল অফিসার পদে নিযুক্তদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষে পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ২৫,০০০ টাকা, ২৮,০০০ টাকা এবং ৩১,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।
টেকনিক্যাল অফিসার (ইলেক্ট্রিক্যাল) পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, থাকতে হবে পেশাদারি অভিজ্ঞতাও। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আরও পড়ুন:
পদগুলিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে সেখানে সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।