কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
হাউস স্টাফ নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে ছ’মাসের। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ডিগ্রি থাকা চাই। পাশাপাশি এক বছরের ইন্টার্নশিপও থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে আগ্রহী প্রার্থীর। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে প্রার্থীকে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ জুন ’২৫। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।