Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Jeetu Kamal

‘বাচ্চা বৌকে ভুলে গেলেন!’ জীতুর পোস্ট ঘিরে কটাক্ষের বাণ

ইদানীং সমাজমাধ্যমের পাতায় খুবই সক্রিয় জীতু কমল। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন নায়ক। যা দেখে নেতিবাচক মন্তব্যের বন্যা।

Tollywood actor Jeetu Kamal faced criticism for posting new photo

জীতু কমল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬
Share: Save:

কখনও তিনি নিজের মেকআপ ভ্যানে রিল ভিডিয়ো তৈরি করছেন। কখনও আবার লুক বদলে ফেলে বিশেষ ফোটোশুটে মজছেন। গত কয়েক মাসে যে জীতু কমলের জীবনে অনেক রকম পরিবর্তন ঘটে গিয়েছে, তাঁর সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে কেউ বুঝতেই পারবেন না৷ সেই সমস্ত ছবি দেখে তাই সমালোচনাও হচ্ছে প্রচুর। তবে নায়কের সে সবে কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের দুনিয়ায় মগ্ন। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন জীতু। যা অনুরাগীদের চোখে পড়তেই উড়ে এল কটাক্ষের বাণ৷

ইদানীং সমাজমাধ্যমের পাতায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় জীতু৷ এখন ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে শিল্পীদের রোজগারের পরিমাণ অনেকটাই বেড়েছে৷ অনুরাগী সংখ্যার তুল্যমূল্য বিচারে অনেক সময় কাজ পেতেও সুবিধা হয় এ জন্য। সে কারণেই হয়ত এখন জীতু অনেক বেশি সক্রিয়। তাঁর নতুন ছবি দেখে অনেকে মন্তব্য করেছেন, ‘‘তা হলে কি বাচ্চা বৌকে ভুলে গেলেন?’’ কেউ কেউ লিখেছেন, ‘‘ডিভোর্সের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন?’’ কাউকে কোনও উত্তর দেননি অভিনেতা।

অন্য দিকে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস পুজোর পরিকল্পনার কথা বলতে গিয়ে পুরনো দিনের কথা বার বার মনে করেছেন৷ তাই এ বছরে শহরের বাইরেই কাটাতে চান অভিনেত্রী। নায়কের পরিকল্পনা কী? তা অবশ্য এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE