আপনি রাত্রি বেলা কোন দিকে মাথা দিয়ে ঘুমোন তার উপর অনেক কিছুই নির্ভর করে। শাস্ত্র মতে, যে কোনও দিকে মাথা দিয়ে ঘুমোতে নেই। এর ফলে জীবনের উপর নানা কুপ্রভাব পড়তে পারে। হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে, অনেক সময় সাংসারিক জীবন অশান্তিতে ভরে উঠতে পারে। কিন্তু এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই, কোন দিকে কী কাজ করা উচিত সেটা জেনে নিয়ে মেনে চললেই হবে। বাস্তুশাস্ত্রে দিক নির্দেশনার গুরুত্ব প্রচুর। সঠিক দিক মেনে কাজ করলে জীবনে সাফল্য লাভ হবেই। জেনে নিন কোন দিকে মাথা দিয়ে ঘুমোনো ঠিক, এর ফলে কী হয়।
আরও পড়ুন:
ঘুমোনোর উপযুক্ত দিক এবং ফলাফল:
পূর্ব দিক: পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোনোর গুণ অনেক। নির্দিষ্ট এই দিকে মাথা দিয়ে ঘুমোলে সকালবেলা সূর্যের প্রথম আলোটা আপনার গায়ে পড়বে। ফলে দিনটা শুরুই হবে পজ়িটিভ শক্তির সঙ্গে। সারা দিনটা ভাল কাটবে, সতেজ থাকবেন।
পশ্চিম দিক: যাঁরা কর্মক্ষেত্রে সফল হতে চাইছেন, শাস্ত্র মতে তাঁদের পশ্চিম দিকে মাথা এবং পূর্ব দিকে পা করে ঘুমোনো উচিত। এর ফলে কর্মজীবনে আসা নানা বাধার হাত থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়।
দক্ষিণ দিক: শাস্ত্র মতে, দক্ষিণ দিক হল ঘুমোনোর জন্য সর্বোত্তম। দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা রেখে ঘুমোলে ঘুম খুব ভাল হয় বলে মনে করা হয়।
আরও পড়ুন:
কোন দিকে মাথা দিয়ে ঘুমোতে নেই?
উত্তর দিক: দিনের কোনও সময়ই উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতে নেই। এর ফলে জীবনে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যায় বলে মনে করা হয়। এ ছাড়াও, জীবনে নানা দিক থেকে সমস্যা দেখা যায়। ঘুমও ভাল হয় না।