মানুষ তথা প্রত্যেক প্রাণীর জন্য খাওয়া যেমন অত্যন্ত জরুরি, ঠিক তেমনই ঘুমও অত্যন্ত জরুরি। সারা দিনের হাড়ভাঙা পরিশ্রমের পর বিছানায় ঘুমোনোর মতো শান্তি আর কিছুতে নেই। ঠিকমতো না ঘুমোলে শরীরে নানা প্রকার অসুখ বাসা বাঁধতে পারে। অনেকেই আছেন যাঁদের বিনা কোনও কারণে বা শব্দ ছাড়াই মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, মাঝরাত অর্থাৎ রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তা হলে এটি একটি শুভ সঙ্কেত হতে পারে। এর নেপথ্যে কোনও ভাল সঙ্কেত থাকতে পারে। সেটি পরবর্তী কালে আপনার জীবনে ভাল কিছু বয়ে আনতে পারে।
আরও পড়ুন:
মাঝরাতে ঘুম ভাঙলে শুভ কী ঘটে?
যদি কারও মাঝরাতে ঘুম ভেঙে যায় তা হলে ভয়ের কোনও কারণ নেই, বরং এটি একটি শুভ লক্ষণ। এটা প্রকৃতির কোনও শুভ সঙ্কেত হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় ঘুম ভাঙার অর্থ হল প্রকৃতি আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছে। এই সময়কালটা পজ়িটিভ শক্তিতে ভরে থাকে। তাই এই সময় ঘুম ভাঙাকে খুবই ভাল লক্ষণ বলে মনে করা হয়।
আরও পড়ুন:
এই সময় ঘুম ভাঙলে কী করতে হবে?
এই সময় যদি ঘুম ভেঙে যায়, তা হলে আর বিছানায় শুয়ে থাকতে নেই, সঙ্গে সঙ্গে উঠে বসে পড়তে হয়। উঠে পড়ার পর নিজের ইষ্টদেবতার নাম জপ করতে হবে। অথবা, যাঁদের গুরুমন্ত্র হয়ে গেছে, তাঁরা গুরুমন্ত্র জপ করতে পারেন। এ ছাড়া এই সময় ধ্যান করা খুবই শুভ। এর ফলে জীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পেতে পারে। জীবনে দ্রুত গতিতে অগ্রসর হতে পারেন।