Advertisement
E-Paper

পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে চাপে এয়ার ইন্ডিয়া, কত হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা?

পিটিআই ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক খরচ প্রায় ৭৭ কোটি টাকা বাড়তে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:৪৪

প্রতিনিধিত্বমূলক ছবি।

পলেহগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাক উত্তেজনার পারদ চড়েছে। দু’দেশই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক এবং বাণিজ্যিক পদক্ষেপ করেছে। যার অন্যতম হল, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ করায় বিপুল ক্ষতির আশঙ্কা করেছে এয়ার ইন্ডিয়া।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী এক বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ৬০ কোটি ডলার (প্রায় ৫০৫১ কোটি টাকা) ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব। এর আগে সংবাদ সংস্থা পিটিআই ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক খরচ প্রায় ৭৭ কোটি টাকা বাড়তে পারে। মাসের হিসাবে প্রায় ৩০৬ কোটি টাকা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা।

২২ জুলাই পহেলগাঁও হত্যাকাণ্ডের সময় সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ জুলাই তিনি নিজের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেন। তার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করে ভারত। জবাবে ২৪ জুলাই ভারতের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ-সহ আট দফা পদক্ষেপ করেছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। পাক আকাশসীমা বন্ধ হওয়ার আগে উত্তর আমেরিকামুখী উড়ানগুলিতে সাধারণ ভাবে ১৬ ঘণ্টা সময় লাগত। কিন্তু বিকল্প পথে যাতায়াতে আরও দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এই অতিরিক্ত দেড় ঘণ্টা সময়ের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা খরচ হবে।

একই ভাবে ইউরোপ যাওয়ার যে বিমানে আগে ন’ঘণ্টা সময় লাগত, সেখানেও প্রায় দেড় ঘণ্টা অতিরিক্ত সময় লাগবে। এর জন্য প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা বেশি খরচ হবে ভারতীয় বিমান সংস্থাগুলির। পিটিআইয়ের প্রতিবেদন জানাচ্ছে, পাক আকাশসীমা এড়িয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের বিমানে প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকা। ওই প্রতিবেদনে দাবি, উত্তর ভারতের শহরগুলি থেকে প্রতি সপ্তাহে ৮০০-র বেশি উড়ান উত্তর আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করে। মাসের হিসাবে বিমানের সংখ্যা তিন হাজারের বেশি। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করে।

Pahalgam Incident India-Pakistan conflict Pakistan Airspace Airspace Pakistani Airspace Air India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy