Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Jammu and Kashmir

‘চাইলে মধ্যস্থতা করতে পারি’, ফের কাশ্মীর বিতর্ক উস্কে দিলেন ট্রাম্প, না দিল্লির

ট্রাম্পের এই প্রস্তাবের পরই শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছে ভারত। এই মুহূর্তে ব্যাঙ্ককে বিদেশমন্ত্রীদের নিয়ে ইস্ট এশিয়া সামিট চলছে। সেখানে সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন। এ দিন তিনি টুইট করে জানান, কাশ্মীরের ব্যাপারে ভারতের স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকাকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১২:১০
Share: Save:

আবারও তিনি কাশ্মীরে ইস্যুতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করলেন, এ বারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিল ভারত। বৃহস্পতিবার কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলে ট্রাম্প বলেন, “কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়টি ভারত-পাকিস্তান দু’দেশের ব্যাপার। তবে তারা যদি মনে করেন এই সমস্যা সমাধানে আমার মধ্যস্থতা প্রয়োজন, অবশ্যই করব।”

ট্রাম্পের এই প্রস্তাবের পরই শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছে ভারত। এই মুহূর্তে ব্যাঙ্ককে বিদেশমন্ত্রীদের নিয়ে ইস্ট এশিয়া সামিট চলছে। সেখানে সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন। এ দিন তিনি টুইট করে জানান, কাশ্মীরের ব্যাপারে ভারতের স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকাকে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাত্ হয়েছে তাঁর। তখনই তিনি পম্পেওকে জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে কোনও ভাবেই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ভারত সায় দেয় না। এ ব্যাপারে যা করার ভারত-পাকিস্তান দু’দেশ মিলেই করবে।

বৃহস্পতিবারে এক সাংবাদিক বৈঠকে কাশ্মীরের প্রসঙ্গটি তোলেন ট্রাম্প। আগের দাবির প্রসঙ্গ টেনে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “তাঁর দেওয়া প্রস্তাব কি গ্রহণ করেছে ভারত-পাকিস্তান?” এ ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “মধ্যস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রহণ করবেন কি না সেটা তাঁর বিষয়।” এর পরই ট্রাম্প বলেন, “আমি মনে করি ইমরান খান ও নরেন্দ্র মোদী দু’জনেই খুব ভাল ব্যক্তি। আশা করব, তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। যদি তাঁরা অন্য কারও মধ্যস্থতা চায়, তা হলে…। পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে এ ব্যাপারে। ভারতের সঙ্গেও খোলাখুলি আলোচনা হয়েছে কাশ্মীরের বিষয়টি নিয়ে।”

আরও পড়ুন: ‘এ সব কী চলছে দেশে!’ ক্ষুব্ধ শীর্ষ আদালত, ধাক্কা খেলেন যোগী

আরও পড়ুন: ইরান নিয়ে ভারতের সহযোগিতায় সন্তুষ্ট আমেরিকা

গত সপ্তাহেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যু নিয়ে তাঁকে মধ্যস্থতা করতে বলেছেন। তাঁর এই দাবিকে ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড় হয়। উত্তাল হয় সংসদও। যদিও ট্রাম্পের সেই দাবি পুরোপুরি খণ্ডন করে বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, ট্রাম্পকে এমন কোনও প্রস্তাব দেননি মোদী। সংসদেও এ কথা জানান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE