Advertisement
২৪ এপ্রিল ২০২৪
USA

৯/১১-এ রাত ৯টা ১১ মিনিটে জন্ম নেওয়া এই শিশুর ওজন ৯ পাউন্ড ১১ আউন্স!

এ বার ১১ সেপ্টেম্বর সামনে এল সম্পূর্ণ অন্য এক কারণে। সৌজন্য, আমেরিকায় জন্ম হওয়া একটি কন্যা শিশু।

১১ সেপ্টেম্বর জন্মেছে এই শিশুটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

১১ সেপ্টেম্বর জন্মেছে এই শিশুটি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নিউইয়র্ক শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১
Share: Save:

আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৮ বছর আগের সেই জঙ্গি হামলার কথা ভোলেনি বিশ্ব। ১১ সেপ্টেম্বরে হওয়া সেই হামলা সারা বিশ্বে ৯/১১ নামেই পরিচিত। সে দিনের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আয়োজন হয় প্রার্থনা ও স্মরণ সভার। কিন্তু এ বার ১১ সেপ্টেম্বর সামনে এল সম্পূর্ণ অন্য এক কারণে। সৌজন্য, আমেরিকায় জন্ম হওয়া একটি কন্যা শিশু।

এ বছর ১১ সেপ্টেম্বর আমেরিকার টেনেসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সন্তানসম্ভবা। রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ডেলিভারি রুমে। সেখানে রাত ৯টা ১১ মিনিট নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর সেই বাচ্চাকে ওজন মাপার যন্ত্রে চাপানোর পর দেখা যায় তার ওজন ৯ পাউন্ড ১১ আউন্স। কিলোগ্রামে মাপলে যা ৪ কিলোগ্রাম ৪০০ গ্রাম।

সংখ্যার অদ্ভুত সমাবেশ দেখে চমকে যান সেখানকার চিকিৎসকরাও। তার পরই ওই কন্যা সন্তানকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্য।

ওই বাচ্চার জন্ম সার্টিফিকেট। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আরও পড়ুন: অসম রেজিমেন্টের মার্চিং গানে একসঙ্গে নাচছেন আমেরিকা ও ভারতের সেনারা! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: মত্ত অবস্থায় বিমানে উঠতে বাধা, পুলিশের সঙ্গে এ কী করলেন যুবতী!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Born Viral USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE