Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Viral video

সাদা ডলফিন দেখেছেন? নিউজিল্যান্ডে ক্যামেরায় ধরা পড়ল বিরল এই প্রাণী

বোটে চড়ে বেরিয়েছিলেন পর্যটকরা। ক্যাপ্টেন পল জানিয়েছেন, প্রায় দু’ সপ্তাহ আগে এক ঝাঁক সাদা ডলফিন দেখা যায়। তারপর থেকে আর দেখা যায়নি। তাই পলের মেয়ে তাদের নাম দিয়েছে ‘গোস্ট’

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
ওয়েলিংটন, নিউজিল্যান্ড শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৪:০০
Share: Save:

সাদা ডলফিনের কথা শুনেছেন কোনও দিন। শুনে থাকলেও দেখননি হয়তো। এমনই এক ঝাঁক ডলফিন দেখা গেল নিউজিল্যান্ডে। একদল পর্যটক একটি বোটে করে ঘুরতে বেরিয়েছিলেন, সেখানেই সাধারণ ডলফিনের সঙ্গে কিছু সাদা ডলফিনকে বোটের সামনে সাঁতরে যেতে দেখতে পান। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করেন পর্যটকরা।

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে পিকটনে একটি বন্যপ্রাণী পর্যটনের কোম্পানি চালান ক্যাপ্টেন পল কেটিং। তাঁর বোটে চড়েই বেরিয়েছিলেন পর্যটকরা। ক্যাপ্টেন পল জানিয়েছেন, প্রায় দু’ সপ্তাহ আগে এক ঝাঁক সাদা ডলফিন দেখা যায়। তারপর থেকে আর দেখা যায়নি। তাই পলের মেয়ে তাদের নাম দিয়েছে ‘গোস্ট’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদা ডলফিনের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বোটের সঙ্গে সঙ্গে সাঁতার কেটে চলেছে এক দল ডলফিন। তাদের মধ্যে সাধারণ ডলফিন যেমন রয়েছে, তেমনি সাদা ডলফিনও পাশাপাশি সাঁতার কেটে চলছে। আর বোটের থাকা পর্যটকরা মোবাইলের ক্যামেরায় ধরে রাখছেন সেই দৃশ্য।

আরও পড়ুন : ছবির মতো সুন্দর এই হ্রদে স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন!

আরও পড়ুন : ধাক্কা পুলিশের গাড়িতেই, ধরা পড়ে গেল প্রায় ৯৬৫ কোটি টাকার মাদক!

তবে এখন সাদা ডলফিন এই এলাকায় প্রায়ই দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। আর সেগুলি ধীর গতিতে এগিয়ে চলা বোটের সঙ্গে সাঁতার কাটতে থাকে। তাই পর্যটকদের ভাগ্য ভাল থাকলে তাঁরা দেখা পেয়েই যেতে পারেন বিরল সাদা ডলফিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Zealand White Dolphin Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE