Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Food

Weight Loss: সাত দিনে সাত কেজি ওজন ঝরাতে চান? মেনে চলুন এই খাদ্যাভ্যাস

অনেকেই চটজলদি বেশি খানিকটা ওজন কমিয়ে ফেলতে চান। তাঁদের জন্য এই খাদ্যাভ্যাস দারুণ কার্যকর। কিন্তু বেশ কিছু খারাপ দিকও রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১৩:৫৭
Share: Save:

এই আশ্চর্য ডায়েটে নাকি সাত দিনে সাত কেজি ওজম কমিয়ে ফেলা সম্ভব! ডায়েটের নাম জিএম ডায়েট বা জেনেরাল মোটোর্স ডায়েট। কেন এমন নাম হল, কেউ বলতে পারবে না। সপ্তাহে সাতদিন সাত রকম খাবার খেতে পারবেন এই ডায়েটে।

আমেরিকার জন্ংস হপকিন্‌স গবেষণা কেন্দ্র এবং এফডিএ যৌথভাবে এই ডায়েট পরিকল্পনা করেছিল। অন্য ডায়েটের তুলনায় এভাবে খাওয়া দাওয়া করলে নাকি অনেক বেশি পরিমাণে ক্যালোরি ঝরে।

কী রকম এই ডায়েট

এই ডায়েট মানা বেশ কঠিন। কবে কী খাবেন এবং কী খাবেন না, খুব পরিষ্কার ভাবে বলা রয়েছে এই ডায়েটে। মূলত ফল আর সব্জির মতো লো-ক্যালোরি খাবার থাকায় বেশি ফ্যাট ঝরবে বলে দাবি করেছে এই ডায়েটের নির্মাতারা।

সাত দিনের প্রথম তিন দিন কোনও রকম শরীরচর্চা করা যাবে না এই খাদ্যাভ্যাসে। বাকি দিনগুলো আপনি চাইলে শরীরচর্চা করতে পারেন। তবে না করলেও ওজন কমার কথা।

বাঁধাকপি, সেলেরি, টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে তৈরি ‘জিএম স্যুপ’ দু-তিন বাটি প্রত্যেকদিন খিদে পেলে খাওয়ার অনুমতি দেয় এই ডায়েট।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সাত দিন কী খাবেন

দিন ১

প্রথমদিন শুধুই ফল খাওয়া যাবে। তবে কলা বাদে যে কোনও ফল।

যত ইচ্ছে ফল খেতে পারেন।

তরমুজের মতো ফলই খাওয়ায় জোর দেয় এই ডায়েট।

দিন ২

শুধুই সব্জি খাওয়া যাবে। আলু খেতে চাইলে সেটা জলখাবারে খেয়ে ফেলাই ভাল।

যত ইচ্ছে সব্জি খেতে পারেন। রান্না করে অথবা স্যালাডের মতো।

দিন ৩

ফল আর সব্জি মিলিয়ে খেতে হবে। তবে আলু বা কলা খাওয়া চলবে না।

দিন ৪

শুধু দুধ এবং কলা খাওয়া যাবে।

৬টা বড় অথবা ৮ ছোট কলা খেতে পারেন। লো ফ্যাট দুধ ৩ গ্লাস খেতে হবে সারা দিনে।

দিন ৫

২৮৪ গ্রাম প্রোটিন (পনীর বা মাছ বা চিকেন) খেতে হবে।

সঙ্গে ৬টা টমেটো খেতে হবে।

বাড়তি ইউরিক অ্যাসিড ধুয়ে ফেলতে জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।

দিন ৬

২৮৪ গ্রাম প্রোটিন (পনীর বা মাছ বা চিকেন)

আলু ছাড়া যে কোনও সব্জিও সঙ্গে খেতে পারেন।

বাড়তি ইউরিক অ্যাসিড ধুয়ে ফেলতে জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।

দিন ৭

শেষ ব্রাউন রাইস, সব্জি, ফল খেতে পারেন।

ফলের রস খান সারাদিন ধরে।

কতটা খাবার খাওয়া যাবে, তা পরিষ্কার করে বলা নেই এই ডায়েটে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আরও যা মাথায় রাখতে হবে

ব্ল্যাক কফি বা র-চা খেতে পারেন। কিন্তু চিনি ছাড়া।

সাত দিন পর হাই প্রোটিন এবং লো-কার্ব ডায়েট করতে হবে কিছুদিন। নয়তো দ্রুত ফের ওজন বেড়ে যেতে পারে।

ডায়েট করার সময়ে বিন খাওয়া যাবে না।

যাঁদের দুধ সহ্য হয় না তাঁরা সয় মিল্ক খেতে পারেন।

ডায়েটের খারাপ দিকগুলি

কিছু কাকতালীয় ঘটনা ছাড়া এই ডায়েটের ভিত্তিতে কোনও রকম সমীক্ষা করা হয়নি। তাই আদপে কতটা কার্যকরী, তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

অনেক জরুরি পুষ্টিগুণ বাদ থাকবে এই ডায়েটে। যেমন প্রোটিন বেশ কম এই ডায়েটে।

চটজলদি ওজন কমানোর জন্য অনেকেই এই ডায়েট করেন। কিন্তু খুব তাড়াতাড়ি এই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাময়িক ভাবে ওজন কমিয়ে কতটা লাভবান হবেন, সেটা ভেবে দেখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE