Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Snacks

Recipe: শীতকালীন সন্ধেবেলায় মন ভাল রাখতে চায়ের সঙ্গে থাকুক ছানার পকোড়া

দুধ কেটে গেলে, কেটে যাওয়া দুধ দিয়েই ছানা তৈরি করে বানিয়ে ফেলুন সুস্বাদু ছানার পকোড়া|

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ২০:৪০
Share: Save:

আগের দিনের বেচে যাওয়া দুধ ফ্রিজে ঢোকাতে ভুলে গিয়েছিলেন। ভাবছেন কী করবেন? ফেলে না দিয়ে বরং কেটে যাওয়া দুধে লেবুর রস চিপে বানিয়ে নিতে পারেন ছানা। অনেকেই আছেন যাঁদের চিনি দিয়ে ছানা খাওয়া একেবারেই না-পসন্দ। এ রকম হলে এই শীতকালে চায়ের সঙ্গে সন্ধ্যার জলখাবারে বানিয়ে নিতে পারেন ছানার পকোড়া।

কী ভাবে বানাবেন ছানার পকোড়া?

উপকরণ:
ছানা: পরিমাণমতো
ধনেপাতা কুচি: আধ কাপ
টমেটো কুচি: আধ কাপ
ক্যাপসিকাম: আধ কাপ
কাঁচালঙ্কা কুচি: ৪টি
চালের গুঁড়ো: দু টেবিল চামচ
নুন: স্বাদমতো
হলুদ:এক চা চামচ
চিনি: এক টেবিল চামচ

ছবি: সংগৃহীত

প্রণালী:

প্রথমে একটি বাটিতে ছানা এবং সব উপকরণগুলি দিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি যেন বেশি তরল না হয়। মাখা মাখা হলেই ভাল।

এর পর এই মিশ্রণটিকে হাতের তালুর সাহায্যে পকোড়ার আকারে গড়ে নিন।

কড়াইতে তেল গরম করে পকোড়াগুলিকে বাদামি করে ভেজে নিয়ে পরিবেশন করুন চায়ের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE