Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ICC World Cup 2019

চূড়ান্ত সমালোচিত ধোনির পাশে এ বার ক্লার্ক, কী বললেন তিনি?

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটিংয়ের ধরন দেখে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় স্থির থাকতে পারেননি। ধোনির সমালোচনা করেছিলেন তাঁরা।

ধোনির অসময় পাশে দাঁড়ালেন প্রাক্তন অজি অধিনায়ক। ছবি: এএফপি।

ধোনির অসময় পাশে দাঁড়ালেন প্রাক্তন অজি অধিনায়ক। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
বার্মিংহ্যাম শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১৪:৪২
Share: Save:

চলতি বিশ্বকাপে সব চেয়ে সমালোচিত যদি কেউ হয়ে থাকেন, তা হলে তিনি মহেন্দ্র সিংহ ধোনি। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটিংয়ের ধরন দেখে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় স্থির থাকতে পারেননি। খুল্লমখুল্লা ধোনির সমালোচনা করেছিলেন তাঁরা।

বাংলাদেশ-ম্যাচে ধোনির ব্যাটিং দেখার পরে সচিন অবশ্য ঘুরে দাঁড়িয়েছেন। ধোনির পাশে এসে দাঁড়িয়েছেন মাস্টার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ধোনির পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‘ধোনি গ্রেট প্লেয়ার। ওর মহত্ব নিয়ে প্রশ্ন করা ঠিক নয়। বিশ্বের অন্যতম সেরা ফিনিশার ধোনি।’’

ক্লার্ক বলছেন বটে ধোনি অন্যতম সেরা ফিনিশার। কিন্তু, বিশ্বকাপে দেখা যাচ্ছে, শেষের ওভারগুলোয় ধোনি মারতে পারছেন না। অথচ আইপিএলে ধোনি পুরনো মেজাজেই ধরা দিয়েছিলেন। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে।

আরও পড়ুন: মন্তব্যে ক্ষোভ, মঞ্জরেকরকে তোপ জাডেজার

বিশ্বকাপে ধোনি স্ট্রাইক রোটেট করতে পারছেন না। বড় শট হারিয়ে ফেলেছেন তিনি। ক্লার্ক কিন্তু নিন্দুকদের দলে নন। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে ধোনি রান পায়নি ঠিকই। কিন্তু, ভারতের রান তুলতে তো সমস্যা হচ্ছে না। ভারতের যখন দরকার তখন ধোনিকে ব্যবহার করতে হবে।’’

আরও পড়ুন: অবসর রায়ডুর, বোর্ডকে তোপ সহবাগদের

এখনও টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। সেমিফাইনালের আগে ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কার সঙ্গে। ক্লার্ক বলছেন, ‘‘সেমিফাইনাল ও ফাইনালে হয়তো জ্বলে উঠবে ধোনি। প্রতিপক্ষ অথবা বিপক্ষ দলের অধিনায়ক যদি ধোনিকে আগেই নস্যাৎ করে দেয়, তা হলে কিন্তু মূর্খামি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE