Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিরাটদের হারানোর ক্ষমতাও আছে আমাদের, দাবি শাকিবের

শাকিব নিজে এ বারের বিশ্বকাপে টানা সাফল্য পেয়েছেন। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধেও তিনি হাফসেঞ্চুরি করেন।

নজরে: ভারতের বিরুদ্ধেও ছন্দ ধরে রাখতে চান শাকিব। ফাইল চিত্র

নজরে: ভারতের বিরুদ্ধেও ছন্দ ধরে রাখতে চান শাকিব। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ০৪:১৩
Share: Save:

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান বিশ্বকাপে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। সঙ্গে অবশ্য এটাও বলেছেন যে এজবাস্টনে অঘটন ঘটাতে হলে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারকে তাঁদের সেরা খেলাটা খেলতে হবে।

শাকিব নিজে এ বারের বিশ্বকাপে টানা সাফল্য পেয়েছেন। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধেও তিনি হাফসেঞ্চুরি করেন। সঙ্গে মাত্র ২৯ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। মূলত তাঁর সাফল্যের সৌজন্যেই পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এসেছে পাঁচ নম্বরে। তবে নকআউট পর্বে পৌঁছতে হলে বাংলাদেশকে তাদের বাকি দু’টি ম্যাচে ভারত (২ জুলাই) ও পাকিস্তানকে (৫ জুলাই) হারাতেই হবে।

আফগানিস্তান ম্যাচ খেলে উঠে শাকিব বলেছেন, ‘‘সন্দেহ নেই ভারত সেরা দল। ওদের হারানো সব সময়ই কঠিন। তবে আমরা অসম্ভবকে সম্ভব করতে সব রকমের চেষ্টা করব।’’ তাঁর আরও কথা, ‘‘এখানে এতগুলো ম্যাচ খেলার পরে দলের প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। আশা করি, ভারতের বিরুদ্ধে এই অভিজ্ঞতা কাজে লাগবে। ওদের বিশ্বমানের ক্রিকেটাররা রয়েছে। যে কোনও সময়ে যাদের ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তাই আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আর নিশ্চিত ভাবেই আামাদের ভারতকে হারানোর ক্ষমতা আছে।’’

প্রাক্তন ভারতীয় স্পিনার সুনীল জোশী এখন বাংলাদেশের স্পিন-কোচ। শাকিবের মতোই বিরাট কোহালিদের বিরুদ্ধে ভাল কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী। সুনীল বলেছেন, ‘‘খুব ভাল করেই জানি যে এই ভারতীয় দলের সবাই স্পিনটা দারুণ খেলে। কিন্তু এটাও মনে রাখবেন যে আমরাও স্পিনের বিরুদ্ধে যথেষ্ট দক্ষ। সেটা আফগানিস্তান ম্যাচে ছেলেরা প্রমাণ করেছে।’’

সুনীলের আরও কথা, ‘‘সাদা বলে বিশ্বকাপের আগেও এই বাংলাদেশ ভাল খেলেছে। আয়ারল্যান্ডে জিতেছি। ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশে হারিয়েছে। হারিয়ে এসেছে ওদের মাঠে খেলেও। আর শেষ তিন বছরে তিন বার আমরা ভারতকে প্রায় হারিয়ে দেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলাম।’’

সঙ্গে সুনীল মনে করিয়েছেন যে আফগানিস্তানের মতো দলও ভারতকে এই বিশ্বকাপে সমস্যায় ফেলেছে। জানিয়েছেন, এজবাস্টনের উইকেটে তাঁর দল বাংলাদেশও সফল হতে পারে। ‘‘আমাদের খেলায় এখন একটা নিজস্বতা তৈরি হয়েছে। শুধু শাকিব নয়। ব্যাটে সেটা বোঝাচ্ছে লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালেরা। আর বোলিংয়ে আমাদের সেরা অস্ত্র মাশরফি মোর্তুজা তো আছেই।’’ সুনীলের আরও দাবি, ‘‘ভারতের মতোই আমাদের দলে ভাল মানের স্পিনাররা রয়েছে। তা ছাড়া সব দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। আমি খুব কাছ থেকে এই ভারতীয় দলকে দেখেছি। ওদের বিরুদ্ধে খেলেছিও। তাই খুব ভাল করে জানি যে বিরাটদের বিরুদ্ধে কোথায় আমাদের বল রাখতে হবে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE