Advertisement
০৩ মে ২০২৪
India Lockdown

বুমরাদের নিয়ে শঙ্কা প্রাক্তন ট্রেনারের

২০১৫ থেকে ২০১৯। এই সময়ে ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থেকে দলের ফিটনেসে বিপ্লব এনেছিলেন বাসু।

পরীক্ষা: ম্যাচের জন্য তৈরি হওয়া বড় চ্যালেঞ্জ হবে বুমরাদের। ফাইল চিত্র

পরীক্ষা: ম্যাচের জন্য তৈরি হওয়া বড় চ্যালেঞ্জ হবে বুমরাদের। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ০৪:৩৬
Share: Save:

করোনাভাইরাসের জেরে এখন গৃহবন্দি হয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। নিজেদের মতো করে তাঁরা বাড়িতে ট্রেনিং করলেও পেসারদের জন্য তা যথেষ্ট নয় বলে মনে করেন ভারতীয় দলের প্রাক্তন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বাসু।

২০১৫ থেকে ২০১৯। এই সময়ে ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থেকে দলের ফিটনেসে বিপ্লব এনেছিলেন বাসু। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তাঁদের ফিটনেসের মান নিয়ে গিয়েছিলেন সম্পূর্ণ অন্য এক উচ্চতায়। সেই প্রাক্তন ট্রেনার এখন আশঙ্কায় রয়েছেন বুমরা-শামিদের নিয়ে।

কেন এই আশঙ্কা? সোমবার সংবাদ সংস্থাকে বাসু বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটাররা সবাই বাড়িতেই ট্রেনিং করছে। ব্যাটসম্যানদের পক্ষে এই ট্রেনিং কাজে দিলেও, বোলারদের পক্ষে কিন্তু কঠিন হবে ম্যাচ ফিট থাকা।’’ বাসু মনে করেন, এক জন পেসার যত ট্রেনিংই করুন না কেন, মাঠে নেমে না-দৌড়লে সেই ট্রেনিং পুরো হবে না। তিনি বলেন, ‘‘আমাদের ফাস্ট বোলারররা খুবই পরিশ্রমী। নিজেদের ক্ষমতায় যতটা যা সম্ভব, সবই ওরা করবে। কিন্তু ঘটনা হল, মাঠে নেমে দৌড়নোর অভাব কিছু দিয়েই মেটানো যায় না।’’

আরও পড়ুন: ছেলের থেকেও ছ’ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ডেট করছেন নেমারের মা

আইপিএলে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত হয়েছেন বাসু। তিনি মনে করেন, ক্রিকেট ফের চালু হলে বুমরাদের সামনে সব চেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের ম্যাচের জন্য তৈরি করা। বাসুর কথায়, ‘‘সব কিছু স্বাভাবিক হয়ে গেলে পরপর হয়তো ম্যাচ খেলতে হবে ভারতীয় পেসারদের। ওদের ট্রেনিংয়ের মাত্রাও বদলে যাবে। দ্রুত গতিতে দৌড়তে হবে। এটা কিন্তু পেসারদের পক্ষে ঝুঁকির হয়ে যাবে।’’ বাসুর পরামর্শ, এখন শুয়ে থেকে টিভির চ্যানেল বেশি না ঘোরানোই ভাল। তিনি জানাচ্ছেন, এর ফলে শরীরে যন্ত্রণা হতে পারে।

আরও পড়ুন: ‘আরও দু’বছর আইপিএল খেলতে পারে ধোনি’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Lockdown Cricket India Fitness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE