Advertisement
২০ এপ্রিল ২০২৪
Football

বায়ার্নের ঝড়, হার ম্যান ইউয়ের

শনিবার ম্যাচের চার মিনিটে গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন আন্দ্রোস টাউনসেন্ড। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন জ়াহা। ৮০ মিনিটে ম্যান ইউয়ের ডনি ফান দে বেক ব্যবধান কমান। ৮৫ মিনিটে ফের গোল করেন জ়াহা।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ হারলেন পল পোগবারা। ছবি: এএফপি।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ হারলেন পল পোগবারা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ০৫:০৯
Share: Save:

জার্মান বুন্দেশলিগা
বায়ার্ন ৮ • শালকে ০

ইপিএল
ম্যান ইউ ১ • ক্রিস্টাল প্যালেস ৩

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই বিপর্যস্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ হারলেন পল পোগবারা। নেপথ্যে ম্যান ইউয়ের প্রাক্তনী উইলফ্রেড জ়াহা।

শনিবার ম্যাচের চার মিনিটে গোল করে ক্রিস্টাল প্যালেসকে এগিয়ে দেন আন্দ্রোস টাউনসেন্ড। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন জ়াহা। ৮০ মিনিটে ম্যান ইউয়ের ডনি ফান দে বেক ব্যবধান কমান। ৮৫ মিনিটে ফের গোল করেন জ়াহা। ম্যান ইউ হারলেও অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। শুক্রবার রাতে স্যাজ ন্যাব্রি, রবার্ট লেয়নডস্কিদের দাপটে আট গোলে চূর্ণ শালকে।

এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে বায়ার্নের ৮-২ জয় এখনও উজ্জ্বল ফুটবলপ্রেমীদের স্মৃতিতে। শুক্রবার রাতে মিউনিখে আরও এক বার তার পুনরাবৃত্তি দেখলেন তাঁরা। চার মিনিটেই গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ন্যাব্রি। ১৯ মিনিটে ২-০ করেন লিয়ন গোরেৎস্কা। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেয়নডস্কি। ৪৭ মিনিটে ফের গোল করেন ন্যাব্রি। ৫৯ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ৬৯ মিনিটে বায়ার্নকে ৬-০ এগিয়ে দেন মুলার। দু’মিনিট পরেই ৭-০ করেন বায়ার্নের জার্সিতে অভিষেক ঘটানো লেরয় সানে। ৮১ মিনিটে অষ্টম গোল করেন ১৭ বছর ২০৫ দিন বয়সি জামাল মুসিয়ালা। সেই সঙ্গে বুন্দেশলিগায় বায়ার্নের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজিরও গড়লেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE