Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Olympics

পিছিয়েই গেল টোকিয়ো অলিম্পিক্স, শুরু পরের বছরের ২৩ জুলাই

অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার নজির নেই। এর আগে বিশ্বযুদ্ধের জন্য বার কয়েক বাতিল হয়ে গিয়েছিল এই ক্রীড়া মহাযজ্ঞ। এ বার নজিরবিহীন ভাবে তা এক বছর পিছিয়ে গেল।

টোকিয়ো অলিম্পিক্স হবে পরের বছর।

টোকিয়ো অলিম্পিক্স হবে পরের বছর।

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১৮:৪৫
Share: Save:

এক বছর পিছিয়েই গেল টোকিয়ো অলিম্পিক্স। সোমবার আয়োজকরা নতুন দিন ক্ষণ ঘোষণা করলেন। ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিয়ো অলিম্পিক্স। চলবে ৮ অগস্ট পর্যন্ত।

করোনাভাইরাসের থাবায় বেসামাল একের পর এক দেশ। বিশ্বে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এই আবহে গত সপ্তাহেই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ পিছিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের কাছে অনুরোধ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সেই সময়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্টও তাঁর আবেদনে সাড়া দিয়েছিলেন। এ দিন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ও আয়োজক কমিটি আলোচনার মাধ্যমে নতুন দিন স্থির করে।

আরও পড়ুন: করোনা যুদ্ধে অর্থ সাহায্য বিরাট-অনুষ্কার

অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার নজির নেই। এর আগে বিশ্বযুদ্ধের জন্য বার কয়েক বাতিল হয়ে গিয়েছিল এই ক্রীড়া মহাযজ্ঞ। কিন্তু এই ভাবে পিছিয়ে যাওয়ার ঘটনা কখনও ঘটেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Olympics Tokyo Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE