Advertisement
২৭ এপ্রিল ২০২৪
SFI

ক্ষুদিরাম ‘দুষ্কৃতী’, বিক্ষোভ বাংলায়

সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের নির্দেশককে প্রতিবাদপত্র পাঠিয়ে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) রাজ্য সম্পাদক কল্পনা দত্ত বলেছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রামের শহিদ ক্ষুদিরাম যুব ও ছাত্র সমাজের কাছে আদর্শ।

এসএফআইয়ের বিক্ষোভ কলেজ স্ট্রিটে। নিজস্ব চিত্র।

এসএফআইয়ের বিক্ষোভ কলেজ স্ট্রিটে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৭:২০
Share: Save:

ওয়েব সিরিজে দুষ্কৃতীদের ছবির তালিকায় ক্ষুদিরাম বসুকে রাখার ঘটনায় ‘চক্রান্তে’র অভিযোগ করে বিক্ষোভে নামল বাম ছাত্র সংগঠনগুলি। যে ওয়েব প্ল্যাটফর্মে ‘অভয় ২’ নামে ওই ওয়েব সিরিজ দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছে চার বাম ছাত্র সংগঠন। তার পরে সোমবার কলেজ স্ট্রিটে বিক্ষোভ করে ওই সংস্থার কর্ণধারের কুশপুতুলও দাহ করেছে এসএফআই। তাদের অভিযোগ, নাথুরাম গড়সের যারা উত্তরসূরি, তারাই ক্ষুদিরামের পরম্পরাকে কালিমালিপ্ত করার ‘চক্রান্ত’ করছে। কলকাতা-সহ সারা রাজ্যে বিক্ষোভে নেমেছিল ডিএসও-ও। সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের নির্দেশককে প্রতিবাদপত্র পাঠিয়ে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) রাজ্য সম্পাদক কল্পনা দত্ত বলেছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রামের শহিদ ক্ষুদিরাম যুব ও ছাত্র সমাজের কাছে আদর্শ। তাঁর এমন ‘অবমাননা’র জন্য সংস্থার তরফে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SFI Abhay 2
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE