Advertisement
E-Paper

ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে গাছে চড়ল বাঁদর, নোটের তাড়া ছিঁড়তেই শুরু হল টাকার বৃষ্টি! রইল ভিডিয়ো

প্রয়াগরাজের সোরনে একটি গাছ থেকে হঠাৎ নোটবৃষ্টি শুরু হয়। ছোট্ট বাঁদরটি এক পথচারীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ে। স্থানীয় পথচলতি জনতা সেই টাকার উৎস সন্ধান করতে গিয়ে হতবাক হয়ে যান। Post Copy: card ছিনতাইবাজ বাঁদর!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
A monkey stunned locals by snatching a bag

ছবি: সংগৃহীত।

ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে তরতর করে উঠে গেল বাঁদর। ব্যাগ খুলতেই বেরিয়ে এল তাড়া তাড়া ৫০০ টাকার নোট। টাকার বান্ডিলটি নিয়ে দাঁত দিয়ে ছিঁড়তে শুরু করল প্রাণীটি। গাছের পাশ দিয়ে যাওয়া স্থানীয়েরা হঠাৎ করে ছিঁড়ে যাওয়া নোটগুলো বাতাসে উড়তে দেখে উপরের দিকে তাকান। তখনই নজরে পড়ে দৃশ্যটি। কয়েক জন পথচারী সেই দৃশ্যটি দেখে ক্যামেরাবন্দি করেন। উত্তরপ্রদেশের সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘এবিপি নিউজ়ের’ এক্স হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, ব্যাগ থেকে বাঁদরটি ৫০০ টাকার নোটের বান্ডিল বার করে কামড়াতে শুরু করে। তার ফলে নোটের তাড়া থেকে টাকাগুলি খুলে গিয়ে নীচে ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, হঠাৎ প্রয়াগরাজের সোরনের একটি গাছ থেকে নোটবৃষ্টি শুরু হয়। ছোট্ট বাঁদরটি এক পথচারীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ে। স্থানীয় পথচলতি জনতা সেই টাকার উৎস সন্ধান করতে গিয়ে হতবাক হয়ে যান। বাঁদরের কীর্তি দেখতে রাস্তায় লোকজন ভিড় জমাতে শুরু করেন।

তাঁরা লক্ষ করেন, একটি বাঁদর ৫০০ টাকার নোটের একটি বান্ডিল হাতে ধরে চিবিয়ে খাচ্ছে। টাকাগুলি উদ্ধারের জন্য জড়ো হওয়া লোকজন শব্দ করে ভয় দেখাতে থাকেন। সঙ্গে সঙ্গে প্রাণীটি কি‌ছু নোট ফেলে ও বাকি নোটের তাড়া দাঁতে কামড়ে গাছের আড়ালে গা-ঢাকা দেয়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার বার এটি দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Prayagraj
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy