আরশোলা নামটা শুনলেই অনেকের গা ঘিনঘিনিয়ে ওঠে। এমনিতেই এই কালচে বাদামি বর্ণের সন্ধিপদ প্রাণীদের ভয় পাওয়ার লোকের সংখ্যা কম নয়, তার উপর এরা আবার উড়তেও পারে। অনেকের মতে, আরশোলার এই উড়তে পারার ক্ষমতাই প্রাণীটিকে আরও ভয়ানক এবং অসহনীয় বানিয়ে তোলে। রাস্তাঘাটে চলার সময় যদি সেই আরশোলাকেই কারওর মাথায় চেপে বসে থাকতে দেখেন তা হলে কী করবেন? তাইল্যান্ডে সেই রকমই এক দৃশ্য চাক্ষুষ করেন এক তরুণী।
আরও পড়ুন:
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তরুণী দেখলেন এক তরুণের মাথায় একটি আরশোলা বসে আছে। সেটিকে টোকা মেরে ফেলে দিলেন তিনি। পড়লেন ঝামেলায়। আরশোলা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো তরুণ মাথা থেকে আরশোলা ফেলে দেওয়ার জন্য বেজায় রেগে গেলেন। কারণ সেই আরশোলা হল তার আদরের পোষ্য। সে স্বেচ্ছায় তাকে মাথায় তুলে রেখেছে। অবাক করে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের কামফায়েং ফেট-এ।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো অনুসারে, তাইল্যান্ডে বাজারের মাঝে রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন এক তরুণী। সেখানেই রাস্তার এক কোনায় দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সেই তরুণের মাথায় পরা একটি কালো রঙের বিশেষ টুপি, যেটির দ্বারা তরুণের মুখটাও ঢাকা রয়েছে। কেবল চোখের কাছের জায়গাটা গোল গোল করে কাটা রয়েছে। সেই তরুণের মাথায় বসে রয়েছে একটি আরশোলা। সেটাকে দেখতে পেয়ে তরুণী এগিয়ে গেলেন। তরুণী আরশোলাটিকে একটা চাঁটি মেরে তরুণের মাথা থেকে নীচে ফেলে দিলেন। তরুণ গেলেন বেজায় চটে। কিন্তু তাঁর মাথায় এক জন অচেনা মানুষ হাত দিয়েছেন বলে তিনি চটলেন না, তিনি চটে গেলেন আরশোলাটিকে তাঁর মাথা থেকে ফেলে দেওয়া হয়েছে বলে। কারণ সেটি তাঁর প্রিয় পোষ্য। তরুণ তৎক্ষণাৎ পরনে থাকা টুপিটি খুলে ফেললেন। তার পর চিৎকার করে জানালেন যে সেই আরশোলাটি তাঁর পোষ্য। তিনি এর পর হাঁটু মুড়ে রাস্তার উপর বসলেন এবং হাত পেতে আরশোলাটিকে আবার নিজের হাতের পাতায় তুলে নিলেন। আরশোলা ও তরুণের অদ্ভুত রসায়নের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘জিস্ট.নিউজ়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দু’লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকমের মজার মন্তব্য করে ভিডিয়োটির কমেন্টবাক্স ভরিয়ে দিয়েছেন।