চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যান্য পশুদের দেখার থেকে বাঘ-সিংহ দেখার আগ্রহ একটু বেশিই থাকে। সেই পশুরাও তাই থাকে নিজেদের রোয়াব নিয়ে। কখনও গর্জে দেখায়, কখনও আবার খাঁচার সামনের দিকে আসার প্রয়োজনই মনে করে না তারা, একদম পিছনের দিকে গিয়ে চুপটি করে বসে থাকে। কখনও কখনও আবার খাঁচার সামনে এসে বেশ কায়দা করে হেঁটে দেখায়। খাঁচায় রয়েছে তো কী হয়েছে, মেজাজটাই আসল। সেই রকমই চিড়িয়াখানায় এক ‘পশুরাজ’-এর কায়দাবাজি দেখাতে গিয়ে জলে পড়ে যাওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
চিড়িয়াখানায় খাঁচার ভিতর থাকা জলাশয়ের পাড় ধরে হেঁটে চলেছে একটি সিংহ। তার দেখাদেখি, সেই একই ভঙ্গিমায় সেই সিংহের পিছনে পিছনে হাঁটতে শুরু করল অপর এক সিংহ। ‘অনুগামী’কে দেখে আগের সিংহটির হাবভাব বেড়ে গেল। অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে ধপাস করে পড়েই গেল জলাশয়ের জলে। পিছনে থাকা সিংহটি ঘাবড়ে গেল। ছুটে গেল জলে পড়া বন্ধুকে বাঁচাতে। কিন্তু তার সাহায্য ছাড়াই প্রথম সিংহটি জল থেকে উঠে এল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিড়িয়াখানায় খাঁচার ভিতর রাজার রোয়াব নিয়ে হেঁটে বেড়াচ্ছে এক ‘জঙ্গলের রাজা’। জলাধারের পাড় ধরে বেশ কায়দা করে হেঁটে চলেছে সে। তার দেখাদেখি উঠে এল অন্য একটি সিংহ। সে-ও কায়দাবাজ সিংহটির পিছন পিছন হেঁটে চলল। দ্বিতীয় সিংহটিকে দেখে প্রথম সিংহটির কায়দাবাজি আরও বেড়ে গেল। কিন্তু সেই কায়দার ঠেলায় প্রথম সিংহটি পা পিছলে পড়ে গেল জলের মধ্যে। পিছনে থাকা দ্বিতীয় সিংহটি হকচকিয়ে গেল। চিন্তা ভরা চোখে জলাধারের মধ্যে উঁকিঝুঁকি মারা শুরু করল বন্ধু ঠিকঠাক রয়েছে কি না দেখার জন্য। অন্য দিকে জলে নাকানিচোবানি খাওয়া সিংহটি সাঁতার কেটে, বন্ধুর কোনও সাহায্য ছাড়াই উপরে উঠে এল। তার রাজার চাল জলে মিলিয়ে গেল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘দ্যবিগক্যাটসএম্পায়ার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় এক লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করে ভিডিয়োটির কমেন্টবাক্স ভরিয়ে দিয়েছেন। পশুরাজের কাকভেজা অবস্থা দেখে নেটাগরিকেরা মজা পেয়েছেন।