মুখে শিকার নিয়ে গাছ থেকে নামছিল পশুরাজ। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে! অনেক উঁচু থেকে পড়ায় মুখ থেকে শিকার ছিটকে গেল তার। তেমনই একটি মজার ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছ থেকে নামছে একটি বিশাল সিংহ। তার মুখে শিকার ধরা। শিকার নিয়েই নীচে নেমে আসছিল সে। কিন্তু ডাল বেয়ে কিছুটা নেমে আসার পরেই ভারসাম্য হারায় পশুরাজ। টাল সামলাতে না পেরে শিকার মুখে নিয়েই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে সে। মাটিতে আছড়ে পড়ার পর তার মুখ থেকে শিকার ছিটকে যায়। সিংহ নিজেও আহত হয়। মাটিতে পড়ার পর বেশ কিছু ক্ষণ সেখানেই বসে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডফ্রেন্ডস_আফ্রিকা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সিংহ পশুরাজ। তার এ ভাবে গাছ থেকে পড়ে যাওয়া উচিত হয়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সিংহ বাবাজীবনের এখন বেশ করে দলাইমলাই প্রয়োজন।’’