জুনের শেষের দিকেই বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। সব সময়ে না হলেও যখন-তখন ঝমঝমিয়ে নামছে মুষলধারে বৃষ্টি। রাস্তাঘাটের জল-কাদা বাদ দিয়ে বর্ষা অনেকেরই প্রিয় ঋতু। তবে এই সময়ে সাবধানে থাকাও জরুরি। কারণ বর্ষার মরসুমে বিভিন্ন সংক্রমণ জাতীয় রোগ-বালাইয়ের প্রকোপ বাড়ে। বৃষ্টিতে ভিজে সর্দি-কাশি হওয়া তো আছেই, সেই সঙ্গে পেটের গোলমালও লেগে থাকে। এ সময়ে সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে বদল আনা জরুরি। কারণ বর্ষাকালে শরীরের প্রতিরোধশক্তি কম থাকে।