বাড়িতে প্রায় সকলেই পাপোশ ব্যবহার করে থাকেন। তবে পা মোছার এই জিনিস যে কেবল ঘর পরিষ্কার রাখে তা নয়। পাপোশ বাড়ির নেগেটিভ শক্তি দূর করতেও কার্যকরী। যখন বাইরে থেকে কোনও মানুষ ঘরের ভিতরে প্রবেশ করেন, তখন পাপোশে পা মুছে তার পর ঘরে প্রবেশ করতে হয়। এর ফলে ঘরের পজ়িটিভ শক্তি এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। বাস্তুশাস্ত্র মতে, পাপোশ ব্যবহার করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে পাপোশ ব্যবহার করলে আমাদের উন্নতি হবে দ্রুত। যদি ভুল দিকের দরজায় ভুল রঙের পাপোশ রাখা হয়, সে ক্ষেত্রে আমাদের অবনতি ঘটতে পারে।
আরও পড়ুন:
কোন দিকের দরজায় কোন রঙের পাপোশ রাখতে হবে?
পূর্ব দিকে– পূর্ব দিকে সবুজ বা অন্যান্য রঙের সঙ্গে কালো রং মেশানো থাকে সে রকম রঙের পাপোশ রাখতে হবে।
পশ্চিম দিকে– সাদা, ঘিয়ে অথবা ক্রিম রঙের পাপোশ পশ্চিম দিকে রাখতে হবে।
উত্তর দিকে– হালকা নীল বা গাঢ় নীল, ক্রিম এবং সাদা রঙের পাপোশ রাখতে হবে।
দক্ষিণ দিকে– দক্ষিণ দিকে লাল বা মেরুন রঙের পাপোশ রাখতে হবে।
আরও পড়ুন:
অন্যান্য নিয়ম:
পাপোশ অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খুব বেশি ময়লা পাপোশ দরজায় রাখা উচিত নয়। সপ্তাহে এক বার পাপোশ ধুয়ে পরিষ্কার করা উচিত। প্রতি সপ্তাহে যদি সম্ভব না হয়, তা হলে মাসে এক বার হলেও পাপোশ ধুয়ে ফেলতে হবে। বাড়ির প্রত্যেকটি পাপোশকে প্রতি দিন ঝেড়ে পরিষ্কার করতে হবে।
আরও পড়ুন:
পাপোশের আকৃতি:
খুব বড় বা খুব ছোট পাপোশ ব্যবহার করতে নেই। দরজার আকারের সঙ্গে মানানসই পাপোশ রাখতে হবে। খুব বেশি ছেঁড়া পাপোশ দ্রুত বদলে ফেলতে হবে। বাতিল জামাকাপড়ও বাড়িতে পাপোশ হিসাবে ব্যবহার করা উচিত নয়। এতে যে মানুষের জামাকাপড় ব্যবহার করছেন তাঁর তো ক্ষতি হয়ই, বাড়িতেও নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।