Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

করোনা-যুদ্ধে ধোনি দিলেন মাত্র এক লক্ষ? মিথ্যা খবর, বলছেন সাক্ষী

বলা হচ্ছে, ধোনির সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা। সেখানে কী ভাবে মাত্র এক লক্ষ টাকা দানের কথা ভাবতে পারলেন রাঁচীর ক্রিকেটার। ভক্তরাই ট্রোল করেছেন এমএসডি-কে।

ধোনির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। —ফাইল চিত্র।

ধোনির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ০৯:৫৩
Share: Save:

করোনাভাইরাসের জেরে বিশ্বব্যাপী আতঙ্কের পরিবেশ। এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বের খেলোয়াড়রা। ভারতেও সচিন তেন্ডুলকর দিয়েছেন ৫০ লক্ষ টাকা। সৌরভ গঙ্গোপাধ্যায়, পিভি সিন্ধু, শিখর ধওয়ন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান... এগিয়ে এসেছেন ক্রীড়াবিদরা।

এই আবহেই মহেন্দ্র সিংহ ধোনি দিয়েছেন ১ লক্ষ টাকা। যা অনেকেরই মনে হচ্ছে খুব কম পরিমাণ টাকা। বিশেষ করে প্রাক্তন জাতীয় অধিনায়কের আর্থিক সঙ্গতির বিচারে এই মূল্য খুবই অল্প বলে ধরা হচ্ছে। আর তাই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। বলা হচ্ছে, ধোনির সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা। সেখানে কী ভাবে মাত্র এক লক্ষ টাকা দানের কথা ভাবতে পারলেন রাঁচীর ক্রিকেটার। ভক্তরাই ট্রোল করেছেন এমএসডি-কে। তাঁর স্ত্রী সাক্ষী অবশ্য এই খবরকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছেন। এক টুইটে এই খবরকে সত্যি নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে মানুষ আমাকেই সবচেয়ে ভালবাসে, দাবি শোয়েব আখতারের​

আরও পড়ুন: করোনা যুদ্ধে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ সাহায্য করলেন সচিন​

এমনিতেই আইপিএল অনিশ্চয়তায় চলে যাওয়ায় ধোনির কেরিয়ার নিয়ে বাড়ছে সংশয়। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে প্রশ্নের আকার ক্রমশ বাড়ছে। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি তিনি। এই পরিস্থিতিতে আইপিএলে ভাল করার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের অনুশীলনে ঘাম ঝরাচ্ছিলেন ধোনি। কিন্তু, করোনার জেরে অনুশীলন বন্ধ। ধোনির কেরিয়ারকেও তাই অনিশ্চিত দেখাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE