Advertisement
০৫ মে ২০২৪

ঝুঁকি নিয়েও দল তৈরি করতে চান নেতা কোহালি

কোহালি মনে করেন, এই সিরিজে খারাপ বল করেননি বোলাররা।

বিরাট কোহালি।—ছবি পিটিআই।

বিরাট কোহালি।—ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১৬
Share: Save:

পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি করার জন্য প্রয়োজনে ঝুঁকি নিতেও তৈরি বিরাট কোহালি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হারার পরে সিরিজ ১-১ শেষ হয়। যার পরে সাংবাদিক বৈঠকে এসে কোহালি বলে যান, ‘‘ঝুঁকি আমাদের নিতেই হবে।’’

কী ঝুঁকির কথা বলতে চাইছেন ভারত অধিনায়ক? রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহালি। যে মাঠে সাধারণত অধিনায়কেরা টস জিতলে রান তাড়া করতেই পছন্দ করেন। যে সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ম্যাচের পরে কোহালি বলেছেন, ‘‘ঝুঁকি আমাদের নিতেই হবে। ক্রিকেটে একটা ম্যাচ জিততে গেলেও ঝুঁকি নিতে হয়। কোনও কিছুরই গ্যারান্টি থাকে না। আমরা চাইছি, টস জেতা-হারা নিয়ে দল যেন বেশি মাথা না ঘামায়। আমরা চাইছি, টসকে হিসেবের বাইরে রাখতে।’’

এর আগের ছ’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে চিন্নাস্বামীতে ব্যাট নেননি কোনও অধিনায়ক। কোহালি চেয়েছিলেন, কঠিন পরিস্থিতিতে তাঁর বোলাররা যেন জ্বলে ওঠেন। কিন্তু অধিনায়কও স্বীকার করছেন, ১৩৪ রানটা বড্ড কম হয়ে গিয়েছে। যে কারণে বোলারদের নিয়ে অসন্তুষ্ট নন তিনি। কোহালি বলেন, ‘‘বোলারদের চ্যালেঞ্জ নেওয়ার জন্য অন্তত ১৬০ রান দেওয়া প্রয়োজন। ১৩৪ রান করে জেতা যায় না। আমরা ব্যাটটা ঠিকমতো করতে পারিনি। বোলারদের সমালোচনা করা ঠিক নয়। তার উপরে পরের দিকে আবার শিশিরও পড়েছিল।’’

কোহালি মনে করেন, এই সিরিজে খারাপ বল করেননি বোলাররা। ‘‘এই রকম অল্প রানের বিরুদ্ধে ওদের পারফরম্যান্স বিচার করে কোনও লাভ নেই। রান এতই কম হয়েছিল যে, বোলাররা জানত একটা-দুটো ওভারেই দক্ষিণ আফ্রিকা ম্যাচ বার করে নিতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়, বোলাররা খারাপ বল করেনি। যে নতুন দলটা এখন খেলাচ্ছি, তা নিয়ে আমাদের ধৈর্য ধরতেই হবে। আর কয়েকটা ব্যাপার শুধরে নিতে হবে।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের সিরিজে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচগুলোয় দেখা গিয়েছে দল নিয়ে পরীক্ষা চালিয়েছেন কোহালি। এমন দল খেলাচ্ছেন যেখানে ন’নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। ভারত অধিনায়কের মন্তব্য, ‘‘আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেরা দলটা নামাতে চাইছি, যেখানে ন’নম্বর পর্যন্ত ব্যাট করার লোক থাকবে। এর সুবিধে হল, ব্যাট করি বা বল, দল ভাল জায়গাতেই থাকবে।’’

দলের মানসিকতা কী হওয়া উচিত, সেটাও বলেছেন কোহালি। তাঁর কথায়, ‘‘যে কোনও পরিস্থিতিতে ভাল কিছু করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। তা হলে দল হিসেবে আমরা সুবিধেজনক জায়গায় থাকব।’’ তিনি যোগ করেন, ‘‘এই মানসিকতাটা খুব দরকার। সেটা না হলে, ঝুঁকি নিতে না পারলে কোনও না কোনও জায়গায় আপনি চাপে পড়ে যাবেন। আমাদের লক্ষ্যই হল, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সব ত্রুটি মেরামত করে নেওয়া।’’

কোহালি মনে করেন, তাঁদের আরও অঙ্ক কষে ব্যাট করা উচিত ছিল। তিনি বলেছেন, ‘‘আমরা বুঝেছিলাম, দ্রুত রান তোলা খুব সহজ হচ্ছিল না। আমাদের রান যখন এক উইকেটে ৬৩, তখন পরিস্থিতিটা আর এক বার খতিয়ে দেখা উচিত ছিল। ২০০ রানের লক্ষ্যে না গিয়ে ১৭০ মাথায় রেখে ব্যাট করা উচিত ছিল।’’

ভারত অধিনায়ক স্বীকার করে নিচ্ছেন, চিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকা নিজেদের পরিকল্পনা ঠিকমতো কাজে লাগিয়েছে। ‘‘ওরা পিচের চরিত্রটা ঠিকমতো বুঝতে পেরে সেই অনুযায়ী বল করেছিল। তবে এই রকম ম্যাচ কয়েকটা হবেই,’’ বলেন কোহালি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ। এ বার সামনে টেস্ট সিরিজ। যেখানে ভাল ফল করার ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী কোহালি। এই আত্মবিশ্বাসের কারণ ভারত অধিনায়কের হাতে থাকা বোলিং। কোহালি বলে দিচ্ছেন, ‘‘আমাদের টেস্ট দল বিশ্বের অন্যতম শক্তিশালী। বিশেষ করে ঘরের মাঠে। আমাদের কী করতে হবে, তা আমরা জানি।’’

এ দিকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক কুইন্টন ডি কক তাঁর দলের বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ। ম্যাচ শেষে তিনি বললেন, ‘‘শুরু থেকেই ভারতকে চাপে রাখার কাজ করেছে আমাদের বোলাররা। টেস্টের আগে এটা একটা ইতিবাচক দিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE