Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Adhir Ranjan Chowdhury

অন্তর্জলী যাত্রার পথে চলেছে তৃণমূল, রায়গঞ্জে মহামিছিলের পর তোপ অধীরের

বাংলায় বিজেপি উত্থান প্রসঙ্গেও মমতাকে দায়ী করেছেন অধীরবাবু।

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রায়গঞ্জে প্রদেশ কংগ্রেসের মহামিছিল। —নিজস্ব চিত্র।

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রায়গঞ্জে প্রদেশ কংগ্রেসের মহামিছিল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০০:৩৫
Share: Save:

অন্তর্জলী যাত্রার পথে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। রায়গঞ্জে দলের মহামিছিলে যোগ দিয়ে মমতা তথা শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেই সঙ্গে তাঁর দাবি, এ রাজ্যে দল ভাঙনের যে খেলা শুরু করেছিলেন মমতা, তাতে তিনি নিজেই জড়িয়ে পড়েছেন।

সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মহামিছিল করে প্রদেশ কংগ্রেস। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর। অধীর ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জের জেলখানা মোড় থেকে শুরু হয়ে রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু বলেন, ‘‘ মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল আজ অন্তর্জলী যাত্রার পথে চলেছে। প্রতি দিন তাদের দলেরই মন্ত্রী-নেতারা এখন দলের বিরুদ্ধে বিদ্রোহ-ক্ষোভ- রোষ দেখাচ্ছেন।’’

রবিবার মেদিনীপুরের জনসভায় গিয়ে মমতা বন্দোপাধ্যায় তৃণমূলকে রক্ষক, বিজেপি-কে ভক্ষক এবং কংগ্রেস দলকে তক্ষক বলে অভিহিত করেছিলেন। সেই প্রসঙ্গেও মুখ খোলেন অধীরবাবু। তিনি বলেন, ‘‘মমতার দলের নেতা-মন্ত্রী-সান্ত্রীরাই এখন বিক্ষোভ করছেন। তাঁর উচিত অন্যের দিকে আঙুল না তুলে নিজের দিকেই আঙুল তোলা। সে সময় এসে গিয়েছে। যদি তিনি আত্মসমালোচনা করে মানুষের কাছে ক্ষমা চেয়ে ভোট চাইতেন, তবে হয়তো বুদ্ধিমানের মতো কাজ করতেন।’’

আরও পড়ুন: ব্ল্যাকমেল, দর কষাকষিতে লাভ নেই, নাম না করে শুভেন্দু-বার্তা নেত্রীর

আরও পড়ুন: নীলবাড়ির লক্ষ্যে বিশ্ব-বাঙালিকেও দলে টানতে নয়া কৌশল বিজেপির

বাংলায় বিজেপি উত্থান প্রসঙ্গেও মমতাকে দায়ী করেছেন অধীরবাবু। তাঁর অভিযোগ, ‘‘মমতা বন্দোপাধ্যায়ই লাল কার্পেট বিছিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে এ রাজ্যে বিজেপি-কে নিয়ে এসেছেন। বাংলায় বিজেপি-র পদার্পণ ঘটেছিল মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরেই। বিজেপি-র দালালি করতে গিয়ে বাংলার ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস এবং বামফ্রন্টকে মস্তান এবং পুলিশ দিয়ে তিনি গুঁড়িয়ে দিয়েছেন।’’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘যে দল ভাঙানোর খেলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় খেলেছেন, সেই দল ভাঙনের খেলার শিকার তিনি নিজেই হতে চলেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE