Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

এক লাফে কমল দৈনিক আক্রান্ত, কমেছে দৈনিক সুস্থতাও

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৪ জন।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ২২:৫২
Share: Save:

এক লাফে অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারের উপর ছিল। সোমবার সেই সংখ্যাটা এক লাফে ২ হাজারের ঘরে নেমে এসেছে।

স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ৫৪। রবিবারই ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা।

অন্য দিকে, দৈনিক সুস্থতাও একলাফে অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩১ জন। ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭২ হাজার ৪৫৪। রবিবারের তুলনায় সুস্থতার হার সামান্য বেড়েছে। রবিবার সুস্থতার হার ছিল ৯৩.৫১। সোমবার তা হয়েছে ৯৩.৫৫।

 

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

মৃত্যুর গ্রাফটাও ওঠানামা করছে। রবিবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪৬ জনের। সোমবার তা বেড়ে হয়েছে ৪৮। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৭১।

 

মোট সংক্রমণের পাশাপাশি দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৯৩ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। এর পরই রয়েছে হুগলি(১৪৩), দক্ষিণ ২৪ পরগনা(১২৬) এবং পশ্চিম মেদিনীপুর(১১১)।

মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। অন্য দিকে, ১৪ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE