বৃহস্পতিবার রাতে বাংলাদেশের দুই সংবাদপত্র ‘প্রথম আলো’ এবং ‘দ্য ডেলি স্টার’-এর দফতরে ভাঙচুরের পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়। ‘বিবিসি বাংলা’-র প্রতিবেদন অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করা হয়।
অহমদাবাদে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন হার্দিক পাণ্ড্য। যদিও ম্যাচের সেরার পুরস্কার জিতে তিনি জানিয়ে দিলেন, সেরা হওয়ার জন্য খেলেন না। তাঁর একমাত্র লক্ষ্য দলকে জেতানো।