Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus

করোনায় মৃত সশস্ত্র পুলিশের ইনস্পেক্টর

কোভিড যুদ্ধে এই নিয়ে কলকাতা পুলিশ হারাল তার ১৬ জন কর্মীকে। এঁদের মধ্যে এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এবং চার জন ইনস্পেক্টর পদমর্যাদার।

সঞ্জয় সিংহ

সঞ্জয় সিংহ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ০২:১৮
Share: Save:

করোনায় ফের মৃত্যু হল এক পুলিশকর্মীর। লালবাজার সূত্রের খবর, সঞ্জয় সিংহ (৫৩) নামে ওই আধিকারিক কলকাতা সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের ইনস্পেক্টর ছিলেন। কলকাতা পুলিশের তরফে টুইটারে শোকপ্রকাশ করে জানানো হয়েছে, করোনা যুদ্ধে সামনের সারিতে ছিলেন সঞ্জয়বাবু।

২০ অক্টোবর সংক্রমিত হয়ে তিনি নবান্নের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ২৩ অক্টোবর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে সেখানেই তিনি মারা যান। হাওড়ার গোলাবাড়ির আশুতোষ মুখার্জি লেনে থাকতেন সঞ্জয়বাবু। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

কোভিড যুদ্ধে এই নিয়ে কলকাতা পুলিশ হারাল তার ১৬ জন কর্মীকে। এঁদের মধ্যে এক জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এবং চার জন ইনস্পেক্টর পদমর্যাদার। লালবাজার জানিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তিন হাজার কর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮২৪ জন। ভর্তি আছেন ১৭৬ জন। লালবাজারের আরও দাবি, গত দেড় মাসে সংক্রমণের হার তুলনায় কমেছে। এখন প্রতিদিন গড়ে আট জন পুলিশকর্মী সংক্রমিত হচ্ছেন। দেড় মাস আগে পর্যন্ত সেই সংখ্যাটা গড়ে ৪০ ছিল।

আরও পড়ুন: বিসর্জনের আগেই ভস্মীভূত এফডি ব্লকের মণ্ডপ, প্রতিমা​

দিন দশেক আগেই করোনায় মৃত্যু হয়েছিল সশস্ত্র পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নের এএসআই সিদ্ধান্তশেখর দে এবং গোয়েন্দা শাখার এসআই হোমবাহাদুর থাপার। করোনায় আক্রান্ত হয়ে আড়াই মাস একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হোমবাহাদুর। কোভিড নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এসএসকেএমে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE