ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে ব্যাচেলর্স অফ এডুকেশন (বিএড)-এর সুযোগ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে এ কথা জানানো হয়েছে। চলতি শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনের তরফে সংশ্লিষ্ট কোর্স করানো হবে। দু’বছরের এই কোর্স সর্বাধিক পাঁচ বছরের মধ্যে শেষ করতে পারবেন পড়ুয়ারা। কোর্সের বিষয়বস্তু পড়ানো হবে ইংরেজি বা হিন্দিতে। কোর্সের জন্য বরাদ্দ ফি ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
যে কোনও বয়সের মানুষই সংশ্লিষ্ট কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। তবে তাঁদের কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান বা বিজ্ঞানের যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে বা স্নাতকোত্তর হতে হবে। ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি-র ক্ষেত্রে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ এবং বিজ্ঞান বা গণিতে স্পেশ্যালাইজ়েশন থাকতে হবে। যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর দেশের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে আগ্রহীদের কোর্সে ভর্তি নেওয়া হবে।