Advertisement
০৫ মে ২০২৪
Germany

ভারত মহাসাগরে এ বার টহল দেবে জার্মানির যুদ্ধজাহাজ

আগামী বছর থেকেই টহলদারি শুরু হবে বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-ক্যারেনবাওয়ার।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৭:১০
Share: Save:

এ বার ভারত মহাসাগরে টহলদারি চালাবে জার্মানির যুদ্ধজাহাজ। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-ক্যারেনবাওয়ার।

আগামী বছর থেকেই টহলদারি শুরু হবে বলে জানিয়েছেন ক্যারেনবাওয়ার। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই অঞ্চলে জার্মানির উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওই অঞ্চলে আমাদের অবস্থানটা ঠিক কী, তা জেনে নেওয়াটাও জরুরি।”

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব কমাতেই কি এই তোড়জোড় শুরু করেছে জার্মানি? যদিও সে প্রসঙ্গ এড়িয়েই গিয়েছেন ক্যারেনবাওয়ার। তবে ওই অঞ্চলে যে নিরাপত্তা নিয়ে একটা উত্তেজনা তৈরি হচ্ছে সে কথা স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে এটাও জানিয়েছেন যে, ওই অঞ্চলে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দেওয়াই হবে জার্মানির লক্ষ্য।

আরও পড়ুন: রাত পোহালেই ভোট আমেরিকায়, এগিয়ে বাইডেন॥ সমীক্ষা ‘ভুয়ো’, পাল্টা ট্রাম্পের

ক্যারেনবাওয়ার পাশাপাশি এটাও মনে করিয়ে দিতে চেয়েছেন যে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গোটা বিশ্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সরাসরি না বললেও ওই অঞ্চলে চিন যে বাড়তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Germany Indian Ocean warship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE