Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India tour of Australia

কোহালিকে সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার বললেন অজি অধিনায়ক

অস্ট্রেলিয়াতেও কোহালির এক দিনের ম্যাচে দুরন্ত ধারাবাহিকতা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কি এই মেজাজেই দেখা যাবে কোহালিকে? ছবি টুইটার থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কি এই মেজাজেই দেখা যাবে কোহালিকে? ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৮:০৪
Share: Save:

এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার কে? অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের মনে কোনও সংশয় নেই। তাঁর মতে, ভারত অধিনায়ক বিরাট কোহালিই ৫০ ওভারের ফরম্যাটে শ্রেষ্ঠতম।

ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার আগে ফিঞ্চ বলেছেন, “যদি রেকর্ডের দিকে তাকানো যায়, তবে ও অদ্বিতীয়। ওর রেকর্ড অবিশ্বাস্য। আর কোহালির ব্যাটিংয়ে তেমন কোনও দুর্বলতা নেই। সম্ভবত সর্বকালের সেরা এক দিনের ক্রিকেটার ও। আমাদের তাই ওর বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে। আর ওকে দ্রুত ফেরানোর কথা মাথায় রাখতে হবে।”

সদ্য আইপিএলে খুব কাছে থেকে কোহালিকে দেখেছেন অ্যারন ফিঞ্চ। কারণ, কোহালির নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন তিনি। এবং অজি অধিনায়কের কথা একেবারেই ঠিক। এক দিনের ক্রিকেটে ঈর্ষণীয় রেকর্ড কোহালির। ২৪৮ ম্যাচে ৫৯.৩৩ গড়ে তিনি করেছেন ১১ হাজার ৮৬৭ রান। ৪৩ সেঞ্চুরি ও ৫৮ হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বোচ্চ ১৮৩।

আরও পড়ুন: রেট্রো লুকে ফিরছে টিম ইন্ডিয়া, ৮ মাস পর মাঠে নামছে বিরাট কোহালির ভারত

আরও পড়ুন: ১০৮ দিন পর স্ত্রী-কন্যার সঙ্গে মিলন, পারিবারিক ছবি সম্পূর্ণ হল ডেভিড ওয়ার্নারের

অস্ট্রেলিয়াতেও কোহালির এক দিনের ম্যাচে দুরন্ত ধারাবাহিকতা রয়েছে। ৫০.১৭ গড়ে তিনি সে দেশে করেছেন ১১৫৪ রান। তার মধ্যে ৫ সেঞ্চুরি রয়েছে। যদিও সিডনিতে তাঁর পারফরম্যান্স একেবারেই ভাল নয়। এই মাঠে ৫ ইনিংসে তাঁর গড় মাত্র ৯! সর্বোচ্চ ২১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE