Advertisement
০২ মে ২০২৪
Metro Rail

বুধবার থেকে বাড়ছে মেট্রোও, অফিস টাইমে ৭ মিনিট অন্তর চলবে

এত দিন দৈনিক ১৫০টির মতো ট্রেন চালাচ্ছিল মেট্রো। বুধবার থেকে চলবে ১৯০টি ট্রেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ১৯:০০
Share: Save:

আগামী বুধবার রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তার সঙ্গে তাল মেলাতেই, ওই দিন থেকে বাড়ছে কলকাতা মেট্রো রেলের ট্রেনের সংখ্যা। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, প্রতিদিন মোট ১৯০টি ট্রেন চালানো হবে। সকাল এবং বিকেলে অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। এত দিন দৈনিক ১৫০টির মতো ট্রেন চালাচ্ছিল মেট্রো। যদিও এ বিষয়ে সরকারি ভাবে মেট্রোর তরফে কিছু জানানো হয়নি।

নিউ নর্মালে পরিষেবা শুরুর পর, স্মার্ট কার্ড ব্যবহারকারীরা ই-পাসের মাধ্যমে মেট্রো চড়তে পারছেন। আগে থেকে ‘স্লট’ বুক করতে হচ্ছে যাত্রার জন্য। ছাড় রয়েছে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে। এই সব নিয়ম বুধবার থেকেও বহাল থাকছে।

লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে, তার যাত্রীদের একটা অংশ মেট্রো পরিষেবা চাইবেন। সেই চাহিদা সামাল দিতেই বুধবার থেকে অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন ভাবে পরিষেবা শুরু হওয়ার পর, প্রথম দিকে কলকাতা মেট্রোয় দিনে গড়ে ৫০ হাজারের কাছাকাছি যাত্রী হচ্ছিল। এখন সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা ছিল ৯০ হাজার ৭৮০। বুধবার থেকে এই সংখ্যাটা লাখ ছাড়িয়ে অনেকটা এগোবে বলে ধরে নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যাত্রীর সংখ্যা অনেকটাই কম হচ্ছে। চার থেকে পাঁচশো জন। লকডাউনের আগে কলকাতা মোট্রোতে গড়ে ৬ থেকে ৭ লাখ যাত্রী হত দিনে।

আরও পড়ুন: মাস্ক ছাড়াই মন্দিরে শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দায়িত্বজ্ঞান’ নিয়ে প্রশ্ন উঠে গেল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro Rail Kolkata Metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE