Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Python

আস্ত পাইথনকে গিলে খেল ১২ ফুটের কোবরা! দেখুন ভিডিয়ো

এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন কেমন হয় তাদের লড়াই?

কোবরা গিলে খেয়েছে পাইথনকে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

কোবরা গিলে খেয়েছে পাইথনকে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ম্যানিলা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৬:১৫
Share: Save:

পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলির মধ্যে অন্যতম পাইথন ও কোবরা। প্রথম জন নিজের শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শত্রুকে। তার পর আস্ত গিলে খেয়ে নেয়। আর কোবরার বিষাক্ত ছোবলই কারও প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন কেমন হয় তাদের লড়াই?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ১২ ফুটের একটি কোবরা গিলে খেয়েছে আস্ত পাইথনকে। শুধু পাইথনের লেজের অংশ বেরিয়ে রয়েছে কোবরার মুখের বাইরে। এই উলটপুরাণই অবাক করেছে নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের মিনদানাও দ্বীপে। পাইথনকে গিলে খাওয়ার এই ঘটনা দেখে রীতিমতো বিস্মিত সেখানকার গ্রামের মানুষজন। সেখানকার এক গ্রামবাসী বলেছেন, ‘‘আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। কোবরার কামড়ে আমাদের প্রচুর মানুষের প্রাণ যায়। কিন্তু আমরা এই প্রথম দেখলাম কোবরা গিলে খেল পাইথনকে।’’

তবে বিষধর কোবরাকে দেখে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। তখন তার পেট থেকে পাওয়া যায় আস্ত পাইথনকে। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: চুম্বন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় মহিলাকর্মীকে প্রকাশ্যে চড় বসের!

আরও পড়ুন: মুখে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, তবুও কাজে অবিচল এই সাংবাদিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Python Wildlife Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE