Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Covid-19

করোনাযুদ্ধ জেতার পর অর্থনীতি চাঙ্গা করতেও বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চিন, দাবি শি-র

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় কৃতিত্বের নজির স্থাপন করা  চার জন চিকিৎসাকর্মীকে ‘দ্য পিপলস হিরো’ স্বর্ণপদক দিয়ে সম্মাননা জানান চিনা প্রেসিডেন্ট।

বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ছবি: টুইটার থেকে নেওয়া।

বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:২২
Share: Save:

চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের দাবি, কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে তাঁর দেশ। মঙ্গলবার, চিনের করোনা যোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘করোনাভাইরাসের মোকাবিলায় অসাধারণ ও ঐতিহাসিক পরীক্ষায় আমরা সসম্মানে উত্তীর্ণ হয়েছি।’’

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিন যে ভাবে অতিমারির মোকাবিলা করেছে, তা বিশ্বজুড়ে ‘দৃষ্টান্ত’ বলে সে দেশের সরকারের দাবি। আজ বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ আয়োজিত অনুষ্ঠানে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় কৃতিত্বের নজির স্থাপন করা চার জন চিকিৎসাকর্মীকে ‘দ্য পিপলস হিরো’ স্বর্ণপদক দিয়ে সম্মাননা জানান শি চিনফিং। তিনি বলেন, ‘‘আমরা এখন অর্থনীতির পুনরুজ্জীবন এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি।’’ অনুষ্ঠান শুরুর আগে করোনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নিরবতা পালন করেন চিনফিং-সহ উপস্থিত সকলে।

নিউমোনিয়ার মতো শ্বাসজনিত রোগ সৃষ্টিকারী ভাইরাসটি প্রথম ধরা পড়ে গত ডিসেম্বরে, চিনের উহান শহরে। তাই প্রথমে একে ‘উহান ভাইরাস’ নামে চিহ্নিত করেছিলেন চিকিৎসকদের অনেকেই। পাশাপাশি, কমিউনিস্ট পার্টি পরিচালিত একদলীয় চিনে ‘সরকারি উদ্যোগে’ করোনাভাইরাস সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ ওঠে বিশ্বজুড়ে। যদিও চিন বরাবরই সেই অভিযোগ খারিজ করে এসেছে। সরকারি ভাবে চিনে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ৪,৬৩৪ হলেও কমিউনিস্ট পার্টি পরিচালিত চিন সরকার তথ্য গোপন করছে বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ফের প্ররোচনা, প্যাংগং-এ শূন্যে গুলি চালিয়ে ভারতকেই দুষল বেজিং

সম্মাননাপ্রাপ্ত চার চিকিৎসাকর্মীর মধ্যে অন্যতম, ৮৩ বছরের চিকিৎসক ঝং নানশান। ইতিমধ্যেই চিনের সরকার পরিচালিত সংবাদমাধ্যম তাঁকে করোনা-বিরোধী লড়াইয়ের ‘মুখ’ হিসেবে তুলে ধরেছে। নানশান আজ বলেন, ‘‘বিশ্বজুড়ে করোনা প্রতিরোধ যুদ্ধে আমরা সামিল হতে প্রস্তুত।’’ আর এক পুরস্কার প্রাপক, উহানের জৈব-রসায়নবিদ চেন ওয়েই। ৭২ বছরের চেনের দাবি, ঐতিহ্যবাহী প্রাচীন চিনা চিকিৎসাবিদ্যায় করোনা ঠেকানোর দাওয়াই রয়েছে। করোনার বিপদ প্রথম সামনে আনা ‘হুইস্‌লব্লোয়ার’ চিকিৎসক লি ওয়েনলিয়ংকেও আজ ‘দ্য পিপলস হিরো’ সম্মাননা দিয়েছেন চিনা প্রেসিডেন্ট।

আরও পড়ুন: রাশিয়া না চিন, বাজারে কার ভ্যাকসিন আগে​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Covid-19 Corona Coronavirus Coronavirus in China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE