কার্দাশিয়ান বোনেদের বিশ্বখ্যাতির অন্যতম কারণ তাঁদের রূপচর্চা এবং শরীরচর্চার গল্প। মুগ্ধ হয়ে তাঁদের সব রকম টোটকা মেনে চলেন অনুগামীরা। কিন্তু কিম কার্দাশিয়ান বা কাইলি জেনারের মতো ক্লোয়ি কার্দাশিয়ানের কপাল তত ভাল নয়। তাঁর চেহারার জন্য যথেষ্ট কটুকথা শুনতে হয়েছে এর আগে। বরাবরই নেটদুনিয়ায় তাঁকে ‘কার্দাশিয়ানদের মোটা বোন’ বলে উল্লেখ করা হতো। তাই মেয়ে ট্রু হওয়ার পর থেকে তিনি ওজন কমিয়ে নতুন শরীর গড়তে বদ্ধ পরিকর ছিলেন।
কঠিন পরিশ্রমের ফলও পেয়েছেন। অনেকটাই রোগা হয়ে গিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার নানা রকম ভিডিয়ো দেখে অনুগামীরা আপ্লুত।