Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সিএবিতে বিক্ষোভ, সৌরভ বলছেন দ্রুতই সিদ্ধান্ত

ক্লাব হাউসের দেওয়ালে থাকা পাক ক্রিকেটারদের ছবি কেন খোলেনি সিএবি, তা নিয়ে সরব হয়ে ইডেনে বিক্ষোভ দেখাল রাজ্য বিজেপির যুব মোর্চা।

ইডেনে রাজ্য বিজেপির যুব মোর্চার বিক্ষোভ।—ছবি পিটিআই।

ইডেনে রাজ্য বিজেপির যুব মোর্চার বিক্ষোভ।—ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৩
Share: Save:

ক্লাব হাউসের দেওয়ালে থাকা পাক ক্রিকেটারদের ছবি কেন খোলেনি সিএবি, তা নিয়ে সরব হয়ে ইডেনে বিক্ষোভ দেখাল রাজ্য বিজেপির যুব মোর্চা। দফায় দফায় বিক্ষোভের শেষে অতর্কিতে ইডেনের গেট টপকানোর চেষ্টা করে দু’জন। তবে পুলিশের তৎপরতায় সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হয়।

পুলওয়ামার জঙ্গি হানার পর দেশের কয়েকটি ক্রিকেট সংস্থায় পাক ক্রিকেটারদের ছবি নামানোর অভিযান শুরু হয়। যদিও বেশির ভাগ জায়গাতেই ছবি রেখে দেওয়া হয়েছে। ইডেন, যেখানে বহু স্মরণীয় মুহূর্ত অতীতে তৈরি হয়েছে বিভিন্ন দেশের ক্রিকেটারেরা ঐতিহাসিক সিরিজে খেলে যাওয়ায়, সেখানেও ছবি নামানো হয়নি।

কিন্তু বিজেপি দাবি করেছিল, ইডেন থেকে সরিয়ে দিতে হবে ইমরান খান, ওয়াসিম আক্রমদের ছবি। তারই জেরে শনিবারের বিক্ষোভ। বেলা দু’টো নাগাদ প্রথম দফায় বিক্ষোভ দেখায় জনা দশেক যুবক। তাদের গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যেই রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুব মোর্চার এক সম্পাদকের নেতৃত্বে দ্বিতীয় দলটি এগিয়ে আসে গোষ্ঠ পাল সরণির দিকে। পুলিশের সঙ্গে সাময়িক ধস্তাধস্তির পর তাদেরও গ্রেফতার করা হয়। এর পর রাজ্য মোর্চার সভাপতির নেতৃত্বে আরও দু’টি দল বিক্ষোভ দেখায় এবং

গ্রেফতার হয়।

বেলা পৌনে তিনটে নাগাদ নেতৃত্ব জানিয়ে দেন এ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ। তবে ছবি না সরালে ভবিষ্যতে ফের বিক্ষোভ দেখানো হবে। এর মিনিট কুড়ি পর অতর্কিতে বাস থেকে নেমে ইডেনের ক্লাব হাউসের গেট টপকানোর চেষ্টা করে দু’জন। গেটের বাইরে ছিল আরও জনা তিনেক বিজেপি কর্মী। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাদের গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভে পাঁচ মহিলা-সহ মোট ৫৮ জনকে জনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভ চলার সময়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব অভিষেক ডালমিয়া ইডেনে ছিলেন না। সৌরভ একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয় ভারত-পাক ম্যাচ খেলা নিয়ে। তিনি বলেন, ‘‘যা বলার আমি আগেই বলেছি। নতুন করে কিছু বলার নেই।’’

ইডেন থেকে পাক ক্রিকেটারদের ছবি নামানো না হলেও সৌরভ আগে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্কই ছিন্ন করা উচিত। ২০০৪-এ পাকিস্তানে ঐতিহাসিক ‘দিল জেতা’র সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ। সেই সফরে পাকিস্তানে গিয়ে সত্যিই মন জিতে নিয়েছিল সৌরভের ভারতীয় দল। জাভেদ মিয়াঁদাদ তাঁকে পাল্টা আক্রমণ করেছেন শুনে সৌরভের মন্তব্য, ‘‘জাভেদ মিয়াঁদাদের খেলা দেখতে আমার ভাল লাগত। পাকিস্তানের জন্য খুব ভাল ব্যাটসম্যান ছিলেন।’’

সুনীল গাওস্কর এবং সচিন তেন্ডুলকর অবশ্য বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে না খেলে দু’পয়েন্ট উপহার দেওয়ার কোনও মানে হয় না। সচিন এমনও বলেন যে, ‘‘পাকিস্তানকে দু’পয়েন্ট দিয়ে দিতে আমি ঘৃণা বোধ করব।’’ সচিনের মন্তব্য নিয়ে সৌরভ মজা করে বলেন, ‘‘সচিন দু’পয়েন্ট চায়। আমি চাই বিশ্বকাপ।’’ তবে সিএবি থেকে ছবি খোলার প্রসঙ্গ নিয়ে সৌরভ বলেন, ‘‘আমরা ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করছি। এ নিয়ে দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE