হার্দিকের একটি ছক্কা ক্যামেরাম্যানের হাতে লাগে। হার্দিক নিজে তাঁর খবর নেন। আইস প্যাক লাগিয়ে দেন এবং তাঁকে আলিঙ্গন করে চলে যান। ওই ক্যামেরাম্যান হাসি থামাতে পারেননি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিম এশিয়ার সফরে ওমানের সঙ্গে ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ বা সেপা নামের ঐতিহাসিক চুক্তি সেরে ফেলল ভারত। ফলে অধিকাংশ পণ্যের ক্ষেত্রেই আরব দেশটির সঙ্গে বিনা শুল্কে লেনদেন করতে পারবে নয়াদিল্লি।
সমাধিস্থ মানুষজনের মধ্যে কী সম্পর্ক ছিল, বা আদৌ কোনও সম্পর্ক ছিল কি না, তা-ও পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। তাঁরা ডিএনএ পরীক্ষা করে দেখেছেন, সমাধিস্থ অনেকেরই জিনগত সংযোগ ছিল।
“আমার কাছে স্টুডিয়োপাড়া দ্বিতীয় পরিবার। আমি মিলেমিশে সকলের সঙ্গে থাকতে চেষ্টা করি। ওঁরাও আমায় দিদির মতো সম্মান করেন।”
শীত পড়তেই ভাইরাসের আতঙ্ক। কোন ভাইরাসকে ঘিরে চিন্তা বাড়ছে? সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও।
অতি দুর্ভাগ্যজনক, চরম নিন্দার্হ এই কাজে কে বা কারা অপরাধী, তাদের খুঁজে বার করা জরুরি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।
উত্তোলন খাতের প্রায় ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে চিন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকাও পালন করে তারা।
কর্তব্যপরায়ণ, সৎ, সংবেদনশীল মানুষ সন্তোষ দত্তের দু’টি সত্তা, অভিনেতা ও আইনজীবী। একই সঙ্গে মঞ্চ, ওকালতি, সিনেমা চালিয়ে গেছেন।
প্রচলিত ডেটিং অ্যাপগুলোতেও এখন এআই-এর ব্যবহারে প্রতারণার কথা শোনা যায়। মানুষ ভেবে যার সঙ্গে কথা হচ্ছে, সে হয়তো এআই, তার পিছনে আছে কোনও অসৎ মাথা।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy