দর্শকদের ক্ষোভ শুধু যুবভারতীকে লন্ডভন্ড করেই থামল না, গোটা দেশের কাছে, এমনকি, গোটা বিশ্বের কাছেও লজ্জায় ফেলে দিল কলকাতাকে। এ শহর যে এমন অনুষ্ঠানের জন্য উপযুক্ত নয়, প্রমাণ করে ছাড়লেন শহরের নেতা-মন্ত্রী-কর্তারা।
অক্ষয়ের বলিউডে পদার্পণের তিন বছর পর হিন্দি চলচ্চিত্রজগতে পা রেখেছিলেন করিনা। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন নায়িকা। অভিষেক বচ্চনের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন করিনা।
২০১৩ সালে পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশে রওনা দিয়েছিল ম্যাভেন। লাল গ্রহের কক্ষপথে পৌঁছোয় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। সেই থেকে এই মহাকাশযানটি পৃথিবীর প্রতিবেশী গ্রহের চারপাশে ঘুরছিল। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
ছবিতে আজকাল খুব স্বাভাবিক ও সহজ ভাবেই নির্মম হিংসার দৃশ্য দেখানো হচ্ছে, দাবি রাধিকার। এই দৃশ্যগুলি দেখে অস্বস্তি হচ্ছে অভিনেত্রীর।
হরমোনের ভারসাম্য, নিয়ম মেনে ঋতুস্রাব, সন্তান ধারণ— এই সবের সঙ্গেও সঠিক খাবার এবং পুষ্টির গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। খাদ্যতালিকায় কোন বদল ঋতুস্রাবের সময় কষ্ট, সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।
উড়ান-নিয়ামক সংস্থা ডিজিসিএ, কেন্দ্রীয় সরকার, আদালত— সবার হস্তক্ষেপে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক, কিন্তু যাত্রীদের যে ভোগান্তি ও ক্ষতি হল, টিকিটের মূল্য ফেরত ও ক্ষতিপূরণেই কি তার ইতি?
হতাশ হয়ে থালাটা খানিক দূরে ঠেলে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, “ইয়ে খানা, অউর য়ো গানা!”— এই খাবার খেয়ে কি আর আমার গলা দিয়ে ওই গান বেরোবে?
প্রথম দিন থেকেই কমিউনিস্টদের কাজকর্ম সম্পর্ক ব্রিটিশরা সতর্ক ছিল। ষড়যন্ত্র সূত্রপাতের খোঁজ পেলেই, সঙ্গে সঙ্গে তাকে অঙ্কুরে খতম করার আয়োজন করেছে ব্রিটিশ, আপত্তিকর রচনা, বক্তৃতা বন্ধ করার জন্য প্রয়োগ করেছে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারা, যার পরিণাম যাবজ্জীবন কারাদণ্ড।
শিক্ষায় কেন্দ্রীকরণের ফল কী হতে পারে, তা ইউজিসি-র তৈরি পাঠ্যসূচির দিকে তাকালেই বোঝা যায়। বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠ্যসূচি প্রস্তুত করে অ্যাকাডেমিক কাউন্সিল, যার সদস্য শিক্ষকরা, বিশেষজ্ঞরা।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy